প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং অ্যাপ’ নামক এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটির বিশেষত্ব হচ্ছে এর মাধ্যমে চলমান মাল্টিমিডিয়া ক্লাসের সময়, ছবি এবং জিপিএস লোকেশনসহ প্রতিবেদন পাওয়া যাবে ।
অ্যাপটি ডাউনলোড করতে নিচের Google Play লিংকে ক্লিক করুন অথবা আপনার মোবাইল থেকে নিচের কোড টি স্ক্যান করুন।
বিষয় : মাধ্যমিক স্কুলসমূহের (সরকারি ও বেসরকারি) মাল্টিমিডিয়া ক্লাসরুম-এর প্রকৃত সংখ্যা ড্যাশবোর্ড-এ এন্ট্রি নিশ্চিতকরণ
উপর্যুক্ত বিষয়ে অবগত করা যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাধ্যমিক স্কুল (সরকারি ও বেসরকারি) থেকে ড্যাশবোর্ড (http://mmcm.gov.bd) এ এন্ট্রিকৃত মোট মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং নিজ উদ্যোগে স্থাপিত মাল্টিমিডিয়া ক্লাসরুম এর প্রকৃত সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় হতে জানতে চাওয়া হয়েছে। মাউশি অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইং হতে ড্যাশবোর্ড এ উক্ত তথ্যসমূহ যাচাই কালে অনেক ক্ষেত্রেই সঠিক সংখ্যা পাওয়া যায়নি। অথচ মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং এর ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুম এর সঠিক সংখ্যা ড্যাশবোর্ড এ এন্ট্রি দেয়া অত্যাবশ্যক।
এমতাবস্থায়, নিজ নিজ জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যেন MMC Apps এর মাধ্যমে তার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম এর সঠিক সংখ্যা, নিজ উদ্যোগে স্থাপিত মাল্টিমিডিয়া ক্লাসরুম এর সংখ্যা এবং প্রতিষ্ঠান প্রধানের সঠিক ফোন নম্বর ড্যাশবোর্ড এ এন্ট্রি নিশ্চিত করেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। বিষয়টি নিশ্চিত করে পরিচালক, পরিবীক্ষণ ও মূল্যায়ন উইং ([email protected]) বরাবর পত্র পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
বি. দ্র. MMC Apps সংক্রান্ত যে কোন প্রয়োজনে ০১৩১২-৫২৭১১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।