প্রকাশন তারিখ: ০১/০৩/২০১৮

শুরু হয়েছে "মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং ও মেন্টরিং" শীর্ষক অনলাইন কোর্স

প্রিয় সহকর্মীবৃন্দ,

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে আপনাদের জন্য চালু হয়েছে ''মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং ও মেন্টরিং'' শীর্ষক অনলাইন কোর্স। সম্পূর্ণ উন্মুক্ত এই কোর্সে যোগদান করে আপনিও অত্যন্ত সহজে ও অল্প সময়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম - ভার্সন ২ এর ব্যবহারবিধি ও এই সংক্রান্ত দিকনির্দেশনা পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।

মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং এন্ড মেন্টরিং- শীর্ষক এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে একজন অংশগ্রহণকারী মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং এন্ড মেন্টরিং (ইকো)সিস্টেম-এর মৌলিক উপাদান- অ্যাপ ও ড্যাশবোর্ড এর ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন। কীভাবে এমএমসি অ্যাপ ব্যবহার করে সঠিকভাবে ছবি ও অবস্থানের তথ্য সহকারে মাল্টিমিডিয়া ক্লাস প্রতিবেদন, বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন প্রতিবেদন এবং মাল্টিমিডিয়া ক্লাস পর্যবেক্ষণ করে গুণগত মূল্যায়নের প্রতিবেদন দাখিল করতে হবে তার ধারণাও পাওয়া যাবে এই কোর্সে। পাশাপাশি এমএমসি ড্যাশবোর্ড ব্যবহার করে বিদ্যালয় প্রতিবেদন দেখা, সত্যতা যাচাই করা এবং বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, নিজ/সকল উপজেলা, জেলা ও বিভাগ/অঞ্চলভিত্তিক বিদ্যালয়ের মাসিক/সাপ্তাহিক/দৈনন্দিন এমএমসি পারফরম্যান্স রেটিং দেখার সকল দিকনির্দেশনা পাবেন এই কোর্সে।

তাহলে আর দেরি কেন? নিচের লিংকটিতে ক্লিক করে এখনই অংশগ্রহণ করুন এই কোর্সে এবং সফল্ভাবে কোর্স সম্পন্ন করে বুঝে নিন আপনার সার্টিফিকেটটি, সম্পূর্ণ বিনামূল্যে

( -- এই লিংকে ক্লিক করে কোর্সে যোগদান করুন-- )  

মুক্তপাঠে একাউন্ট না থাকলে এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন -

( মুক্তপাঠে রেজিস্ট্রেশনের লিংক )  

মুক্তপাঠে রেজিস্ট্রেশন পদ্ধতির টিউটোরিয়াল-

(এই লিংকে ক্লিক করে টিউটোরিয়াল দেখুন )  

যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন -

+৮৮০১৫৩৪৮১৫২০৩, [email protected]

ধন্যবাদ!